সংবাদ সংস্থা: আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।সব ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষদিকে বা অক্টোবরের প্রথম সপ্তাহেই ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হবে। নতুন সিদ্ধান্তের সুবিধা পাবেন পেনশনভুগীরাও।অক্টোবরে ঘোষণা হলেও তা কার্যকর হবে গত ১ জুলাই থেকে।
সে ক্ষেত্রে উৎসব কাটতে না-কাটতেই চার মাসের বকেয়া ডিএ পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।সূত্রের দাবি, সপ্তম বেতন কমিশনের অধীনে বর্তমানে ৪২ শতাংশ হারে ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মীরা। নতুন ঘোষণার ফলে ডিএ বেড়ে ৪৬ শতাংশ হচ্ছে।