স্টাফ রিপোর্টার: গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের মেয়াদবৃদ্ধি।আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।জেল হেফাজত শেষে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয়।
দুই পক্ষের আইনজীবীর সওয়াল জবাব শেষে বীরভূম জেলা তৃণমূল সভাপতির জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি হয়। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে। সুতরাং গত বছরের মতো এবারও পুজোয় জেলেই থাকতে হবে দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে।
অন্যদিকে, আগামী বছরের জানুয়ারি পর্যন্ত তিহাড় জেলে থাকতে হবে অনুব্রত-কন্যা সুকন্যাকেও।