সংবাদ সংস্থা: এক রোগীর মৃত্যু বিতর্কে বন্ধ হল একটি আস্ত হাসপাতাল। আমেঠির সঞ্জয় গান্ধী হাসপাতালের লাইসেন্স বাতিল করল যোগী সরকার।গত সপ্তাহে এক মহিলার মৃত্যু হয় সেখানে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে।
যা নিয়ে শোরগোল শুরু হয় রাজ্যজুড়ে।এই খবর উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠকের কানে পৌঁছায়। উপমুখ্যমন্ত্রীর নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গড়া হয়। ওই কমিটির রিপোর্ট পাওয়ামাত্র হাসপাতালে তালা ঝোলাল যোগী সরকার।
কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে হাসপাতাল বন্ধ করল যোগী প্রশাসন। বিচার চেয়ে রাজ্যপালের কাছে স্বারকলিপি জমা দিয়েছে দল।