Wednesday, December 6, 2023
Homeরাজ্য‘এখন আর ইডি-সিবিআইকে গুরুত্ব দিই না’: অভিষেক

‘এখন আর ইডি-সিবিআইকে গুরুত্ব দিই না’: অভিষেক

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টর এবং শীর্ষ পদাধিকারীদের সম্পত্তির তথ্য হলফনামা আকারে কলকাতা হাই কোর্টে জমা দিয়েছে ইডি।এবার সম্পত্তির নথি ইস্যুতে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

‘এখন আর ইডি-সিবিআইকে গুরুত্ব দিই না’: অভিষেক

তিনি জানান, “২০২০ সালে আমি প্রথম যেদিন ইডিতে গিয়েছি, সেদিনই আমার যাবতীয় সম্পত্তির হিসাব এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস জমা দিয়ে এসেছি। নতুন করে কী জমা দেবে? ওদের কাছে প্রথম থেকেই তো সব আছে।”অভিষেকের অভিযোগ, বারবার তলব করে তাঁকে হেনস্তা করার চেষ্টা হয়েছে।

‘এখন আর ইডি-সিবিআইকে গুরুত্ব দিই না’: অভিষেক

তিনি জানান, “আমাকে পাঁচবার তলব করেছে। চারবার ইডি, একবার সিবিআই। আমার স্ত্রীকে চারবার তলব করেছে।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সাফ কথা, “আমি এখন আর ইডি-সিবিআইকে গুরুত্ব দিই না।”

Most Popular