Wednesday, December 6, 2023
Homeখেলাবিশ্বকাপের আগে বিশ্বসেরা সিরাজ, এক নম্বর বোলার হলেন তিনি

বিশ্বকাপের আগে বিশ্বসেরা সিরাজ, এক নম্বর বোলার হলেন তিনি

সংবাদ সংস্থা: এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেট নেওয়ার পুরস্কার পেলেন মহম্মদ সিরাজ। আইসিসির নতুন এক দিনের ক্রমতালিকায় এক নম্বর বোলার হলেন তিনি।এর আগে ক্রমতালিকায় নবম স্থানে ছিলেন তিনি। এক লাফে আট ধাপ উঠেছেন ভারতীয় পেসার।

বিশ্বকাপের আগে বিশ্বসেরা সিরাজ, এক নম্বর বোলার হলেন তিনি

তিনি এক নম্বরে ওঠায় দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজ়লউড।সিরাজের পয়েন্ট ৬৯৪। দ্বিতীয় স্থানে থাকা হ্যাজ়লউডের পয়েন্ট ৬৭৮। তিন নম্বরে রয়েছেন নিউ জ়িল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তাঁর পয়েন্ট ৬৭৭। বোলারদের তালিকায় প্রথম দশে রয়েছেন আর এক জন ভারতীয়।

বিশ্বকাপের আগে বিশ্বসেরা সিরাজ, এক নম্বর বোলার হলেন তিনি

কুলদীপ যাদব। এশিয়া কাপে সিরিজ়ের সেরার পুরস্কার পেয়েছেন তিনি। কিন্তু তার পরেও তিন ধাপ নেমে নবম স্থানে রয়েছেন তিনি। কুলদীপের পয়েন্ট ৬৩৮। চোট সারিয়ে ভারতীয় দলে ফেরা যশপ্রীত বুমরা ২৭ নম্বরে রয়েছেন। তাঁর পয়েন্ট ৫৫৫।এশিয়া কাপে ভাল খেলায় ব্যাটারদের তালিকায় এক ধাপ উঠে আট নম্বরে রয়েছেন বিরাট কোহলি।

বিশ্বকাপের আগে বিশ্বসেরা সিরাজ, এক নম্বর বোলার হলেন তিনি

দশম স্থানে রোহিত শর্মা। দ্বিতীয় স্থানে ভারতীয় ওপেনার শুভমন গিল। শীর্ষে থাকা পাকিস্তানের বাবর আজ়মের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে ভারতের একমাত্র প্রতিনিধি হার্দিক পাণ্ড্য। ছ’নম্বরে রয়েছেন ভারতের সহ-অধিনায়ক।

Most Popular