স্টাফ রিপোর্টার: অবশেষে ববিতার জায়গায় শিক্ষিকা পদে নিয়োগপত্র পেলেন শিলিগুড়ির অনামিকা রায়। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও ৪ মাস পর নিয়োগপত্র মিলল অনামিকার। সোমবার হাইকোর্টের ভর্ৎসনার ২ ঘণ্টার মধ্যে ওয়েবসাইটে অনামিকার নাম তোলে এসএসসি।বুধবার ডিরোজিও ভবনে নিয়োগপত্র হাতে পান অনামিকা রায়।
নিয়োগপত্র হাতে নেওয়ার পর অনামিকা বলেন, ‘বিচারব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। আইনিপথ যদি অবলম্বন না করতাম তাহলে আমি চাকরিটা পেতাম না। মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শতকোটি প্রমাণ। আমার মতো এখনও অনেক যোগ্য চাকরিপ্রার্থী আছেন, তাঁদের বলব তাঁরা যেন বসে না থেকে আইনি পথ অবলম্বন করেন।’
এদিকে, অনামিকা রায়কে চাকরি দিতে দেরির কারণ জানতে মধ্যশিক্ষা পর্ষদের সচিবের কাছে হলফনামা চেয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সচিবকে রিপোর্ট দিয়ে জানাতে হবে এত সময় লাগল কেন?
এই বিলম্বের জন্য কাদের গাফিলতি রয়েছে তা-ও জানাতে হবে আদালতকে। এর পাশাপাশি পর্ষদের করণিক-সহ অন্য আধিকারিকদের নাম, পদ-সহ দেরির কারণ জানাতে হবে রিপোর্ট। ২৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।