রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা : বাঘের আক্রমণে গুরুতর আহত হলেন এক মৎস্যজীবী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের বিজিয়াড়া চুলকাটি ৪ নম্বর জঙ্গলে। আহত মৎস্যজীবী হলেন দিনু মল্লিক (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার গোবর্ধনপুর কোস্টাল থানার দাসপুর ঘাট থেকে ২০ জনের একটি দল জঙ্গলে কাঁকড়া ধরতে যায়। এদিন দুপুর বেলায় তাঁরা যখন কাঁকড়া ধরছিলেন, সেই সময় জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে দিনুর উপরে ঝাঁপিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দিনু নৌকা থেকে লাফিয়ে নদীর জলে পড়ে যায়।
এরপরই বাঘটি জঙ্গলের ভেতরে চলে যায়। তবে এই ঘটনায় মৎস্যজীবী দিনু গুরুতর আহত হন। তার সঙ্গীরা তাঁকে উদ্ধার করে পাথরপ্রতিমার হাসপাতালে নিয়ে আসেন। বর্তমান দিনু হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা যায়, দিনুর মাথায় ও পিঠে চোট রয়েছে।