স্টাফ রিপোর্টার: শিক্ষকের পর পুরনিয়োগ দুর্নীতির তদন্তে কোমর বেঁধে নেমেছে সিবিআই। বুধবার রাজ্যের একাধিক পুরসভায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ইস্যুতে এবার মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
ইডি, সিবিআইকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে মদন বলেন, “কোথায় যাচ্ছেন তৃণমূলকে আগে না জানালে, রাস্তায় আটকে যেতে পারেন। এমন সভা হবে, ট্রাফিক ক্লিয়ারেন্স পাবে না ইডি, সিবিআই।” তিনি আরও বলেন, “সবার আগে বলি একটা চিঠি তৃণমূল অফিসে দিয়ে দিলেই চলবে। আমরা বুঝে নেব।
আমাদের একটা অফিস আছে অভিষেকের বাড়িতে, যে আমরা এখানে এখানে মুভ করতে চাই। একটা প্রস্তাব আছে বিজেপির কাছে। রোজ চুলকোবেন না। একদিন চুলকোন। আপনি একা আসবেন না। সঙ্গে সিবিআই, ইডি, এনআইএ, র, ডিআরআইএ, নেভি, আর্মি, যা যা আছে সব নিয়ে আসুন।
রোজ চুলকোবেন না। বেশি চুলকোলে কিন্তু ঘা হয়ে যাবে।” মদন মিত্রের হুঁশিয়ারি নিয়ে বিরোধীরা তাঁকে খোঁচা দিতে ছাড়ছেন না। গেরুয়া শিবিরের দাবি, দুর্নীতির সঙ্গে যুক্ত বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপ নিয়ে আলোচনা করাই কাজ তৃণমূলের।