সংবাদ সংস্থা : তদন্ত শেষ হবে ১৫ জুনের মধ্যে, দীর্ঘ বৈঠকের পর এমনটাই কুস্তিগীরদের আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। জানা গিয়েছে, ৫ ঘণ্টার বৈঠকে, কেন্দ্রীয় মন্ত্রী কুস্তিগীরদের কাছে একটি লিখিত প্রস্তাব পেশ করেছেন।তাতে জানানো হয়েছে, আগামী ১৫ জুনের মধ্যে ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত শেষ হবে।
বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের অনুরোধে তাঁর বাড়িতে বৈঠক করতে যান বজরংরা। সেখানে পাঁচটি দাবি জানান তাঁরা। পাঁচ ঘণ্টা ধরে চলে সেই বৈঠক। তার পরে অনুরাগ বলেন, ‘‘আমরা আশ্বাস দিয়েছি, ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট পেশ করা হবে।
ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন প্রক্রিয়া ৩০ জুনের মধ্যে শেষ হবে।’’ অনুরাগ আরও বলেছেন, ‘‘ভারতীয় কুস্তি সংস্থায় একটি অভ্যন্তরীণ কমিটি তৈরি করা হবে। সেই কমিটির মাথায় থাকবেন এক জন মহিলা।’’ এই আশ্বাসের পরে আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বজরংরা।
বৈঠকের পরে বজরং বলেছেন, ‘‘কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আমরা আমাদের দাবি জানিয়েছি। উনি বলেছেন, ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ হবে। তত দিন আমরা আন্দোলন স্থগিত রাখছি। ১৫ জুনের পরে পরবর্তী সিদ্ধান্ত নেব।’’ আর এক প্রতিবাদী কুস্তিগির সাক্ষী বলেছেন, ‘‘কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছে, ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ হবে।
আমরা দাবি করেছিলাম, আমাদের বিরুদ্ধে দিল্লি পুলিশ যে এফআইআর করেছিল সেগুলো তুলে নিতে হবে। ওরা তাতে রাজি হয়েছে। যদি ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ না হয় তা হলে আমরা আবার আন্দোলন শুরু করব।’’