Thursday, April 25, 2024
spot_img
Homeজেলাসুন্দরবন জুড়ে শোকের ছায়া, রেল দুর্ঘটনায় মৃত ১৯

সুন্দরবন জুড়ে শোকের ছায়া, রেল দুর্ঘটনায় মৃত ১৯

বিশ্ব সমাচার, সুন্দরবন : রেল দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা সুন্দরবন। সরকারের তরফে রবিবার বিকেল ৪টে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা জেলার ২৭ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। তার মধ্যে সুন্দরবনের নানান অঞ্চল থেকে রয়েছেন ১৯ জন ব্যক্তি। আহত এবং নিখোঁজের সংখ্যাও বেশি এই সব জায়গায়।

সুন্দরবন জুড়ে শোকের ছায়া, রেল দুর্ঘটনায় মৃত ১৯

মৃত্যুর মুখ থেকে ফিরে আসার আনন্দ যেমন দিয়েছে কিছু পরিবারকে, ঠিক তেমনই বহু পরিবার এখনও শোকোস্তব্ধ। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত ও নিহতদের ফিরিয়ে আনার জন্য সব রকমের ব্যবস্থা করা হয়েছে। রবিবার বিকেল ৪টে পর্যন্ত পাওয়া জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আহতের সংখ্যা ১২১ জন।

সুন্দরবন জুড়ে শোকের ছায়া, রেল দুর্ঘটনায় মৃত ১৯

এছাড়াও ১৯ জন এখনও নিখোঁজ রয়েছেন। যদিও নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে নিরাপদে বাড়ি ফিরেছেন ১০২ জন। সুন্দরবনের বাসম্তী, ক্যানিং ১ নম্বর, ক্যানিং ২ নম্বর, কাকদ্বীপ, জয়নগর ২ নম্বর, কুলতলি ও গোসাবা মিলিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে।

সুন্দরবন জুড়ে শোকের ছায়া, রেল দুর্ঘটনায় মৃত ১৯

তার মধ্যে শুধু বাসন্তী থেকেই ৭ জন ও কাকদ্বীপের ৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, জেলা প্রশাসন পর্যাপ্ত গাড়ি, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রেখেছে। আহতদের জন্য এমআর বাঙুর, বিদ্যাসাগর এবং বাঘাযতীন হাসপাতালে মোট ৫০টি বেডের আয়োজন করা হয়েছে।

Most Popular