Saturday, April 20, 2024
spot_img
Homeজেলারেল দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা, দঃ ২৪ পরগনায় মৃত ২৭

রেল দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা, দঃ ২৪ পরগনায় মৃত ২৭

বিশ্ব সমাচার, দঃ ২৪ পরগনা : শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে ঘটে যাওয়া রেল দুর্ঘটনায়, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। রবিবার বিকেল ৪টে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা জেলার ২৭ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন জেলার ১০৫ জন বাসিন্দা।

রেল দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা, দঃ ২৪ পরগনায় মৃত ২৭

বাসন্তী এলাকার ৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ক্যানিং ১ নম্বরে ২ জন, মগরাহাট ১ নম্বরে ১ জন, বারুইপুরে ১ জন, জয়নগর ২ নম্বরে ১ জন, কলতলিতে ২ জন, কুলপিতে ৪ জন, গোসাবায় ১ জন, বিষ্ণুপুর ১ নম্বরে ১ জন, ক্যানিং ২ নম্বরে ১ জন, মহেশতলায় ১ জন ও কাকদ্বীপ এলাকার ৫ জনের মৃত্যু হয়েছে।

রেল দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা, দঃ ২৪ পরগনায় মৃত ২৭

মৃতরা হলেন হারান গায়েন, নিশিকান্ত গায়েন, দিবাকর গায়েন, বিকাশ হালদার, সঞ্জয় হালদার, আবু তাহের শেখ, প্রভাস বৈদ্য, মইজউদ্দিন শেখ, হালিম মোল্লা, মিরাজ শেখ, বুদ্ধদেব বাগ, সানোয়ার হোসেন মোল্লা, আশিক আলী গাজী, সৌরভ রায়, অভিজিৎ হালদার, কুমার হালদার, শুভাশিস ব্যানার্জি,

রেল দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা, দঃ ২৪ পরগনায় মৃত ২৭

অনিমেষ হালদার, আজিজুল মোল্লা, প্রদীপ দাস, তপন দাস, সনৎ কর্মকার, বিশ্বনাথ চক্রবর্তী, শামসুদ্দিন সরদার, শইফুদ্দিন সরদার, মোসিবুর মোল্লা, দেবেন্দ্র সিং। মৃত এই ২৭ জনই দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা। প্রশাসন সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত জেলার ১৯ জন বাসিন্দা নিখোঁজ রয়েছেন।

রেল দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা, দঃ ২৪ পরগনায় মৃত ২৭

নিখোঁজদের এখনও খোঁজ না পাওয়ায়, উদ্বিগ্নে রয়েছেন পরিবারের লোকজনেরা। তবে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে হাওড়া স্টেশনের ২২ নম্বর প্লাটফর্মে হেল্পডেস্ক খোলা হয়েছে। যদিও মৃত, আহত ও নিখোঁজের সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে।

Most Popular