Saturday, April 20, 2024
spot_img
Homeজেলারেলের দুর্ঘটনা থেকে বেঁচে বাড়ি ফিরলেন ক্যানিংয়ের ১০ পরিযায়ী শ্রমিক, অপরদিকে বাসন্তীর...

রেলের দুর্ঘটনা থেকে বেঁচে বাড়ি ফিরলেন ক্যানিংয়ের ১০ পরিযায়ী শ্রমিক, অপরদিকে বাসন্তীর গ্রামে ফিরলো ৫ যুবকের দেহ

বান্টি মুখার্জী, ক্যানিং : ক্যানিংয়ের বাসিন্দা বাচ্চু সরদার, শম্ভুচরণ দাস, মৃত্যুঞ্জয় সেন, রাকেশ সেন, পবিত্র সেন, মেঘনাথ রাউৎ, বিট্টু বিশাল, অর্ণব বিশাল, দীপঙ্কর সরদার, স্বপন সেন। উড়িষ্যার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পর হেমন্ত সেনের উদ্যোগে শনিবার রাতে তারা হাওড়া থেকে বাসে করে ক্যানিংয়ের বাড়িতে ফিরলেন।

রেলের দুর্ঘটনা থেকে বেঁচে বাড়ি ফিরলেন ক্যানিংয়ের ১০ পরিযায়ী শ্রমিক, অপরদিকে বাসন্তীর গ্রামে ফিরলো ৫ যুবকের দেহ

শুক্রবার তারা করমন্ডল এক্সপ্রেস করে চেন্নাইয়ে যাচ্ছিলেন রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করার জন্য।উড়িষ্যার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিলেন এই পরিযায়ী শ্রমিকরা। তাদের অপর দুই সঙ্গী ভোলা সরদার ও সুজয় সেন বর্তমানে কলকাতার নীলরতন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রেলের দুর্ঘটনা থেকে বেঁচে বাড়ি ফিরলেন ক্যানিংয়ের ১০ পরিযায়ী শ্রমিক, অপরদিকে বাসন্তীর গ্রামে ফিরলো ৫ যুবকের দেহ

অন্যদিকে দুর্ঘটনায় মৃত পাঁচ পরিযায়ী শ্রমিকের দেহ রবিবার সকালে বাসন্তীর ছড়ানেখালি গ্রামে নিয়ে আসা হয়। সেখানে এক লহমায় শ্মশানের স্তব্দ্ধতা নেমে আসে। স্থানীয় বিজেপি নেতা বিকাশ সরদার, তৃণমূল নেতা মন্টু গাজী, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাস মৃতদেরকে শেষ শ্রদ্ধা জানিয়ে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

রেলের দুর্ঘটনা থেকে বেঁচে বাড়ি ফিরলেন ক্যানিংয়ের ১০ পরিযায়ী শ্রমিক, অপরদিকে বাসন্তীর গ্রামে ফিরলো ৫ যুবকের দেহ

উল্লেখ্য, গত শুক্রবার বাসন্তীর ছড়ানেখালি গ্রাম থেকে ১৭ জন পরিযায়ী শ্রমিক অন্ধ্রপ্রদেশে যাচ্ছিলেন ধান রোয়ার কাজ করতে। বালেশ্বরের বাহানালা বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে করমন্ডল এক্সপ্রেস।সেখানেই মৃত্যু হয় ছড়ানেখালি গ্রামের বায়েন পরিবারের তিন ভাই হারান গায়েন, নিশিকান্ত গায়েন, দিবাকর গায়েন সহ প্রতিবেশী বিকাশ হালদার, সঞ্জয় হালদারদের।

রেলের দুর্ঘটনা থেকে বেঁচে বাড়ি ফিরলেন ক্যানিংয়ের ১০ পরিযায়ী শ্রমিক, অপরদিকে বাসন্তীর গ্রামে ফিরলো ৫ যুবকের দেহ

বায়েন পরিবারের তিন ভাইয়ের মৃত্যুর ঘটনায় গোটা ক্যানিং মহকুমা এলাকা জুড়ে শোক নেমে এসেছে।অন্যদিকে শুক্রবার ট্রেন দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনা জানিয়ে তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ক্যানিংয়ের সাংবাদিক সংগঠন ‘ক্যানিং প্রেস ক্লাব’।

Most Popular