রাজ্য

৮ শতাংশ হারে ডিএ পাবেন বিশেষ কিছু স্কুলের শিক্ষকেরা

স্টাফ রিপোর্টার: ৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিএ) পেতে চলেছেন রাজ্যের স্কুল শিক্ষকদের একাংশ। এই ডিএ পাবেন বিশেষ কিছু স্কুলে কর্মরত শিক্ষকেরাই। অর্থ দফতর সম্প্রতি এই সংক্রান্ত অর্থ বরাদ্দের চিঠি পাঠিয়ে দিয়েছে শিক্ষা দফতরে।রাজ্য সরকার সূত্রে খবর, যে স্কুলগুলিকে ‘ডিএ গেটিং স্কুল’ চিহ্নিত করা হয়েছে,

৮ শতাংশ হারে ডিএ পাবেন বিশেষ কিছু স্কুলের শিক্ষকেরা

সেই স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আট শতাংশ হারে ডিএ পাবেন। নির্দিষ্ট নিয়ম অনুযায়ীই সেই ডিএ প্রদান করা হবে বলে রাজ্যের অর্থ দফতর সূত্রে খবর। অর্থ দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গের ‘ডিএ গেটিং স্কুল’-র সংখ্যা ৪০-র আশপাশে। যে তালিকায় আছে পাঠভবন, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ের মতো একাধিক স্কুল।

৮ শতাংশ হারে ডিএ পাবেন বিশেষ কিছু স্কুলের শিক্ষকেরা

যে স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা সরকার ও সরকার-পোষিত স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের থেকে কম বেতন পেয়ে থাকেন।বিকাশ ভবন সূত্রে খবর, আগামী সপ্তাহেই শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে ওই শিক্ষকদের ডিএ দেওয়ার ঘোষণা করে দেওয়া হতে পারে।

Back to top button
error: Content is protected !!