জেলা

ফ্রেজারগঞ্জে নৌকা চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের

অমিত মন্ডল, ফ্রেজারগঞ্জ :
নৌকার কাজ করতে গিয়ে, নৌকা চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ এলাকায়। মৃত যুবকের নাম দীপঙ্কর মণ্ডল(২২)। বাড়ি অমরাবতী গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,

ফ্রেজারগঞ্জে নৌকা চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের

রবিবার বিকালে ফ্রেজারগঞ্জের পশ্চিম অমরাবতী গ্রামের বালিয়াড়াতে এফ বি মা সন্তোষী নামের নিজেদের একটি নৌকাতে কোলতার লাগাচ্ছিলেন বছর বাইশের যুবক দীপঙ্কর ও তার বাবা লক্ষন মণ্ডল। নৌকাটি জক করে তাঁরা তলায় কোলতার দেওয়ার কাজ করছিলেন।

ফ্রেজারগঞ্জে নৌকা চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের

হঠাৎই করেই জক বালিতে বসে যায়। কোনরকমে দীপঙ্করের বাবা নৌকার তলা থেকে বেরিয়ে আসতে পারলেও বাইরে বেরিয়ে আসতে পারেননি দীপঙ্কর।নৌকার একপাশ দীপঙ্করের বুকের উপরে চেপে যায়।

ফ্রেজারগঞ্জে নৌকা চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের

স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দীপঙ্করকে মৃত বলে ঘোষণা করেন। বছর বাইশের যুবকের এইভাবে মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Back to top button
error: Content is protected !!