হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার: ইদের আগে কাজের ছুটি নিয়ে ব্যাঙ্গালুরু থেকে বাড়ি ফেরার পথে ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন উস্থি থানার সরষেপাড়া এলাকার যুবক আসিফ গাজি (২০)।
শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা।
দুর্ঘটনার পর উদ্ধার কাজ যত এগোচ্ছে, তত বাড়ছে আহত ও নিহতের সংখ্যা। ঘটনাস্থলে গিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ট্রেন দুর্ঘটনায় নিহত উস্থি থানার সরষেপাড়ার যুবক আসিফ গাজি (২০)।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৫ দিন আগে দর্জির কাজ করতে বন্ধুদের সঙ্গে উস্থি থানার সরষেপাড়া থেকে ব্যাঙ্গালোরে যান আসিফ। আর কয়েকদিন পর ইদ। তার আগে বাড়ি ফিরে আসবেন বলে স্ত্রীকে জানিয়েছিলেন। সেই মতো বন্ধুদের সঙ্গে ব্যাঙ্গালুরু থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন।
ওড়িশা বালেশ্বরের কাছে ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে আসিফ গাজি ও তাঁর সঙ্গে থাকা ২ বন্ধু দুর্ঘটনায় গুরুতর আহত হন। সঙ্গে থাকা অন্য বন্ধুরা শুক্রবার রাত ৮টা নাগাদ ফোন করে বাড়িতে আসিফের মৃত্যুর খবর দেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
দুর্ঘটনার পর আসিফকে উদ্ধার করে নিয়ে যাহওয়া হয় হাসপাতালে। রাত দু’টো নাগাদ সেখান থেকে ফোন করে অফিসিয়ালি বাড়িতে মৃত্যুর খবর দেওয়া হয়। মৃত্যুর খবর পেয়ে এলাকায় ও আসিফের পরিবারে নেমৃ আসে শোকের ছায়া।
জানা গিয়েছে, প্রায় দেড় বছর আগে আসিফ বিয়ে করে উস্থির ঘোলার নোয়াপাড়া এলাকায়। স্ত্রী গর্ভবতী। স্বামীর মৃত্যুর খবর পেয়ে তিনি বাকরুদ্ধ। দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন আসিফের বাবা ও তাঁর পরিবারের লোকজন।