Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্য‘প্রধানমন্ত্রীর থেকেও বেশি সুরক্ষা বলয় অভিষেকের’, ব্যাঙ-গরু তাড়াতেও লোক, দাবি শুভেন্দুর

‘প্রধানমন্ত্রীর থেকেও বেশি সুরক্ষা বলয় অভিষেকের’, ব্যাঙ-গরু তাড়াতেও লোক, দাবি শুভেন্দুর

স্টাফ রিপোর্টার: এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাতে পুলিশ মোতায়েন নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইট করে তিনি লিখেছেন,প্রধানমন্ত্রীকে সুরক্ষা দেয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ(এসপিজি)। দেশের সর্বোচ্চ সুরক্ষা বলয় সেটাই হওয়া উচিত। এটা কি ঠিক? না ভুল।এবার দেখে নিন ভাইপো প্রোটেকশন গ্রুপের বহর।

‘প্রধানমন্ত্রীর থেকেও বেশি সুরক্ষা বলয় অভিষেকের’, ব্যাঙ-গরু তাড়াতেও লোক, দাবি শুভেন্দুর

একদিনে(আজ) ২২৪৫ জন পুলিশ পার্সোনেলকে মোতায়েন করা হয়েছে। শুধু মাত্র ১ জনের সুরক্ষার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপো হিসাবে।গোটা পৃথিবীতে রাষ্ট্রপ্রধানদের সুরক্ষা বিবর্ণ লাগবে এই সুরক্ষা বলয় দেখলে। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। গত মাসের দিকে তাকালে আমরা দেখতে পাব শুধু বিস্ফোরণেই প্রচুর মানুষ মারা গিয়েছেন।

‘প্রধানমন্ত্রীর থেকেও বেশি সুরক্ষা বলয় অভিষেকের’, ব্যাঙ-গরু তাড়াতেও লোক, দাবি শুভেন্দুর

অগণিত খুন( রাজনৈতিক খুন সহ), নারীদের বিরুদ্ধে একের পর এক নির্যাতন।তিনি লিখেছেন, দক্ষিণবঙ্গের থানা প্রায় খালি হয়ে গিয়েছে। শুধু একজনের সুরক্ষার জন্য় চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। কারণ তিনি রাজনৈতিক সফরে বেরিয়েছেন। রাজ্যের হোম ডিপার্টমেন্ট সাধারণ মানুষের কথা ভাবছেই না। তাদের অগ্রাধিকার শুধু একজন মানুষের জন্য। আর বাংলার সাধারণ মানুষের জন্য কোনও সুরক্ষার বালাই নেই।

‘প্রধানমন্ত্রীর থেকেও বেশি সুরক্ষা বলয় অভিষেকের’, ব্যাঙ-গরু তাড়াতেও লোক, দাবি শুভেন্দুর

শুধু বড় কোনও বিপদের আশঙ্কায় দিন গুনছেন তারা।এখানেই থামেননি শুভেন্দু। তিনি একেবারে সরকারি নথি উল্লেখ করে লিখেছেন, পুলিশকে ১৪ পাতা দীর্ঘ নির্দেশ দেওয়া হয়েছিল। সেখানে কয়েকটা একেবারে চমকে দেওয়ার মতো। ৩০মে থেকে ২ জুন পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সকাল থেকে মিটিংয়ের কাছে থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক।

‘প্রধানমন্ত্রীর থেকেও বেশি সুরক্ষা বলয় অভিষেকের’, ব্যাঙ-গরু তাড়াতেও লোক, দাবি শুভেন্দুর

এমনকী ব্যাঙ, সাপ, হনুমান, গরু যাতে আশেপাশে না থাকতে পারে সেজন্যও সরকারি নির্দেশ দেওয়া হয়েছিল।ভিআইপিদের যে খাবার দেওয়া হবে তা চেখে দেখার জন্য় ফুড সেফটি অফিসারকে নির্দেশ দিয়েছিলেন ডিএম পূর্ব মেদিনীপুর। এমনই নানা সরকারি নথি তুলে করে শুভেন্দু অধিকারী দাবি করেছেন নবজোয়ারে গোটা বাংলার সুরক্ষাকে শিকেয় তুলে কীভাবে শুধু একজনের সুরক্ষার জন্য উঠেপড়ে লেগেছে পুলিশ।

‘প্রধানমন্ত্রীর থেকেও বেশি সুরক্ষা বলয় অভিষেকের’, ব্যাঙ-গরু তাড়াতেও লোক, দাবি শুভেন্দুর

শুভেন্দুর দাবি, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাওয়া সত্ত্বেও থানা ফাঁকা করে পুলিশ যাচ্ছে অভিষেককে নিরাপত্তা দিতে। সাধারণ মানুষের প্রতি প্রশাসনের কোনও গুরুত্ব নেই বলেও মন্তব্য করেছেন শুভেন্দু।

Most Popular