Thursday, April 25, 2024
spot_img
Homeকলকাতাকুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে মিছিল মমতার, কর্মসূচির ডাক আগামী দিনেও

কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে মিছিল মমতার, কর্মসূচির ডাক আগামী দিনেও

স্টাফ রিপোর্টার: কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কুস্তিগিররা ন্যায়বিচারের আশায় আন্দোলন করছেন, তাকে সমর্থন জানাতেই এই মিছিলের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো।বুধবার হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত পদযাত্রায় অংশ নিয়েছিলেন বাংলার একাধিক সফল ক্রীড়াবিদ।

কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে মিছিল মমতার, কর্মসূচির ডাক আগামী দিনেও

এদিন তিনি জানিয়েছেন, “নিজেরা পরিশ্রম করে পদক জিতেছেন কুস্তিগিররা। সেই পদক নিয়ে কী করবেন সেটা তাঁদের সিদ্ধান্ত। তবে যেভাবে রাস্তায় ফেলে তাঁদের মারধর করা হয়েছে, হেনস্তা করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ করছি। আমরা সবসময়ে কুস্তিগিরদের পাশে আছি, শেষ পর্যন্ত থাকব তাঁদের পাশে।”

কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে মিছিল মমতার, কর্মসূচির ডাক আগামী দিনেও

কুস্তিগিরদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “হেনস্তার শিকার হয়ে বিচার চেয়েছেন দেশের পদকজয়ী কুস্তিগিররা। কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারছে না বিজেপি সরকার, কারণ তিনি বিজেপি সাংসদ।

কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে মিছিল মমতার, কর্মসূচির ডাক আগামী দিনেও

তবে আগামীদিনেও কুস্তিগিরদের পাশে থাকব আমরা। একাধিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনাও রয়েছে। তাই বৃহস্পতিবার গোষ্ঠ পালের মূর্তির নীচে মোমবাতি নিয়ে অধিবেশনে বসবেন বাংলার ক্রীড়াবিদরা।”

Most Popular