স্টাফ রিপোর্টার: অস্বস্তিকর গরমে হাসফাঁস রাজ্যবাসী। তবে এখনই স্বস্তির বার্তা শোনাতে পারল না আলিপুর হাওয়া অফিস।হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। জুনের প্রথম দিনই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে।
তাপপ্রবাহের পূর্বাভাসও রয়েছে। দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। উত্তরের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাকি জেলায় বাড়তে পারে তাপমাত্রা।