Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যবাজি বিস্ফোরণে নিহতদের পরিবারদের চাকরি, আড়াই লক্ষ টাকা আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর

বাজি বিস্ফোরণে নিহতদের পরিবারদের চাকরি, আড়াই লক্ষ টাকা আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: বিস্ফোরণের এগারো দিন পর এগরার খাদিকুলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শনিবার বিস্ফোরণ কাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।নিহতদের পরিবারপিছু আড়াই লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন মমতা। এছাড়া নিহতদের পরিবারপিছু একজনকে হোমগার্ডের চাকরিও দেন।

বাজি বিস্ফোরণে নিহতদের পরিবারদের চাকরি, আড়াই লক্ষ টাকা আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর

নিজে দাঁড়িয়ে প্রত্যেকের হাতে নিয়োগপত্র এবং চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারের খুদে সদস্যদের পড়াশোনার দায়িত্ব নেওয়ারও নির্দেশ দেন। মতা বলেন, ‘‘এই ঘটনা থেকে আমাদের চোখ খুলে গেছে। আগামী দু’মাসের মধ্যে রিপোর্ট আসবে। অবৈধ বাজি কারখানায় কাজ করে কারও জীবন যেন নষ্ট না হয়।

বাজি বিস্ফোরণে নিহতদের পরিবারদের চাকরি, আড়াই লক্ষ টাকা আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর

‘সিদ্ধান্ত হয়েছে, শুধুমাত্র গ্রিন ফায়ার ক্র্যাকার্স ক্লাস্টার তৈরি হবে ফাঁকা জায়গায়। তাতে চাকরিটাও বাঁচবে। এমন দুর্ঘটনা হবে না। শব্দবাজি কারখানা অবৈধ। লোভে পড়ে অনেকে এই বাজি তৈরি করতে যান। তাতে প্রাণহানি হয়।’’মুখ্যমন্ত্রী আরও বলেন, “কিছু দুষ্টু লোক এসব কাজ করে।

বাজি বিস্ফোরণে নিহতদের পরিবারদের চাকরি, আড়াই লক্ষ টাকা আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর

বাংলায় তৈরি হওয়া বাজি ওড়িশায় যাচ্ছে। আগে বাংলার বর্ডার সিল করুন।”এগরা বিস্ফোরণ কাণ্ড নিয়ে অনেকে রাজনীতি করার চেষ্টা করছেন বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর। এই প্রসঙ্গে মমতা বলেন, “আমি রাজনীতি করতে আসিনি। সকলকে সাহায্য করতে এসেছি।”

Most Popular