Friday, April 19, 2024
spot_img
Homeদেশনীতি আয়োগে যোগ দেয়নি বাংলা সহ ৭ মুখ্যমন্ত্রী, ‘বড় ভুল’ বলছেন বিশেষজ্ঞরা

নীতি আয়োগে যোগ দেয়নি বাংলা সহ ৭ মুখ্যমন্ত্রী, ‘বড় ভুল’ বলছেন বিশেষজ্ঞরা

সংবাদ সংস্থা: মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালের পথে হেঁটে শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেন না আরও ৫ রাজ্যের মুখ্যমন্ত্রী।বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পাশাপাশি তেলেঙ্গানা, বিহার, পাঞ্জাব, রাজস্থান ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী যথাক্রমে কে চন্দ্রশেখর রাও, নীতীশ কুমার, ভগবন্ত মান, অশোক গেহলট এবং সিদ্দারামাইয়াও নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেন না।

নীতি আয়োগে যোগ দেয়নি বাংলা সহ ৭ মুখ্যমন্ত্রী, ‘বড় ভুল’ বলছেন বিশেষজ্ঞরা

অনুপস্থিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও।প্রসঙ্গত, ২০৪৭ সালের মধ্যে দেশকে কীভাবে উন্নত ভারতে পরিণত করা যায়, পাশাপাশি সেই কর্মযজ্ঞে মুখ্যমন্ত্রীদের অবদান কী হতে পারে তা নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে।এদিকে এর আগে যতবার নীতি আয়োগের বৈঠক বসেছে ততবারই নগর পরিকল্পনা, কর্মসংস্থান, নগর কর ব্যবস্থা,

নীতি আয়োগে যোগ দেয়নি বাংলা সহ ৭ মুখ্যমন্ত্রী, ‘বড় ভুল’ বলছেন বিশেষজ্ঞরা

অভিবাসী শ্রমিক, শ্রমিকদের কর্মক্ষমতা বৃদ্ধি, জীবনযাত্রার মানোন্নয়ন, আধুনিক নগর পরিকল্পনা-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। এই সমস্ত ক্ষেত্রেই কেন্দ্র, কেন্দ্রশাসিত অঞ্চল, রাজ্যগুলি কীভাবে একযোগে অংশ নিতে পারে সে বিষয়ে আলোচনা হয়। তাই এই বৈঠকে রাজ্যগুলির অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়।

নীতি আয়োগে যোগ দেয়নি বাংলা সহ ৭ মুখ্যমন্ত্রী, ‘বড় ভুল’ বলছেন বিশেষজ্ঞরা

কিন্তু, রাজ্যগুলি বৈঠকে অংশ না নিলে এই সংক্রান্ত বিষয়ে কোনওভাবেই পরামর্শ পাওয়া সম্ভব নয়। বিশেষজ্ঞদের মত, বয়কটের সিদ্ধান্তের ফলে দিনের শেষে আদপে রাজ্যগুলির উন্নতির গতিই শ্লথ হয়ে যায়।

Most Popular