Thursday, April 25, 2024
spot_img
Homeজেলাআন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় জোড়া পদক ক্যানিংয়ের প্রিয়াংশুর

আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় জোড়া পদক ক্যানিংয়ের প্রিয়াংশুর

বান্টি মুখার্জি, ক্যানিং: আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় দু’টি ইভেন্টে সোনা ও ব্রোঞ্জ পেলেন ক্যানিংয়ের প্রিয়াংশু দাস। নেপালের রাজধানী কাঠমান্ডুর ফুটসাল কোর্টে ২৪-২৬ মে আয়োজিত হয় ‘দক্ষিণ এশিয়া মারদানি স্পোর্টস চ্যাম্পিয়ানশিপ, ২০২৩ টুর্ণামেন্ট’।

আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় জোড়া পদক ক্যানিংয়ের প্রিয়াংশুর

প্রথম বর্ষে আয়োজিত এই আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মায়নমার, ইন্দোনেশিয়া থেকে প্রায় ১০০০ প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন।প্রথম বর্ষের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ‘স্টিক রোটেশান’-এ প্রথম স্থান অধিকার করে সোনার পদক জয়লাভ করেন ক্যানিংয়ের প্রিয়াংশু দাস।

আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় জোড়া পদক ক্যানিংয়ের প্রিয়াংশুর

পাশাপাশি ‘ঢাল তলোয়ার’-এ তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পান।প্রথম বর্ষের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের মারদানি স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক মারিয়া চক্রবর্তী, ভুটানের মারদানি স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ফুরহা দর্জি,

আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় জোড়া পদক ক্যানিংয়ের প্রিয়াংশুর

মারদানি স্পোর্টস ফেডারেশন (ভারত) সভাপতি দিলীপকুমার সিং, নেপাল মারদানি স্পোর্টস ফাউন্ডেশনের সভাপতি পদমকুমার হুমাগল, সম্পাদক রাজেন্দ্র মণ্ডল, শৈলেন্দ্র ভাট, দক্ষিণ এশিয়ার মানদার জি পানভালকার সহ অন্যরা।আন্তর্জাতিক স্তরে ছেলে সোনা পেয়েছে জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রিয়াশু’র বাবা দীপঙ্কর দাস ও মা বনশ্রী দাস।

আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় জোড়া পদক ক্যানিংয়ের প্রিয়াংশুর

অন্যদিকে, ঘরের ছেলের এমন অভাবনীয় সাফল্যে আনন্দিত ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাস। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক স্তরে ক্যানিং তথা দেশের মুখ উজ্জ্বল করেছেন প্রিয়াংশু। নেপাল থেকে প্রিয়াশু ফিরলে তাঁকে স্বাগত জানানো হবে।

Most Popular