রাজ্য

‘নাটুকে মুখ্যমন্ত্রী এবার দেবেন বোমাশ্রী’, মমতাকে কটাক্ষ অধীরের

স্টাফ রিপোর্টার: বেআইনি বাজি কারখানা ধরতে পারলে রাজ্য সরকার পুরস্কার দেবে। এগরার খাদিকুলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এমনই বলেছেন।মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে নাটক বলে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।তিনি বলেন, সব নাটক চলছে।

'নাটুকে মুখ্যমন্ত্রী এবার দেবেন বোমাশ্রী', মমতাকে কটাক্ষ অধীরের

পশ্চিমবঙ্গে আজকে নাটক চলছে। দেখুন বাংলার মানুষ, দিদি এক নাট্যকার। আর তার কাছে যারা থাকে তারাও বড়বড় নাট্যকার।পুলিশকে অধিকার দেওয়া হলে আর সরকার হস্তক্ষেপ না করলে আইনশৃঙ্খলার অবনতি হবে না।প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, মুখ্যমন্ত্রী একদিকে দেখাতে চাইছেন, সরকার কতটা সতর্ক।

'নাটুকে মুখ্যমন্ত্রী এবার দেবেন বোমাশ্রী', মমতাকে কটাক্ষ অধীরের

অন্যদিকে তাঁর দলেরই পঞ্চায়েত প্রধান লাইসেন্স দিচ্ছেন বোমা বানানোর জন্য। তিনি বলেন, আগামী দিনে যে যত বোমা বানাতে পারবে, তাকে বোমাশ্রী পুরস্কার দেবে সরকার।

Back to top button
error: Content is protected !!