
বিশ্ব সমাচার, বারুইপুর: বারুইপুর স্টেশনের চার নম্বর প্লাটফর্মে শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। ফলে ওই লাইন দিয়ে কোনও ট্রেন চলাচল করতে পারেনি প্রায় তিন-চার ঘণ্টা। রেল সূত্রের খবর, একটি মালগাড়ি বারুইপুর স্টেশনের কাছে ইয়ার্ড থেকে বেশ কিছু তৈরি করা লাইন নিয়ে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে লক্ষ্মীকান্তপুরের দিকে যাওয়ার কথা ছিল।
কিন্তু মালগাড়িটি চার নম্বর প্লাটফর্মে আসার পর আবার পিছন দিকে ইয়ার্ডের দিকে যাচ্ছিল। এমন সময় পিছনের বগিটি লাইনচ্যুত হয়। ওই বগির চারটি চাকা লাইন থেকে সরে যায়। বেশ কয়েক ঘণ্টা সেই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
শিয়ালদহ থেকে একটি অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন আসে এবং দ্রুততার সঙ্গে সেই লাইনে মালগাড়ির চাকা তোলার কাজ করে। তবে অন্য লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়নি। বারুইপুর স্টেশনে দু’নম্বর, তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে প্রথমে লক্ষ্মীকান্তপুর, নামখানা, ডায়মন্ড হারবার লোকাল ট্রেন যাতায়াত করেছিল।
পরে তিন নম্বর লাইনে শিয়ালদহ থেকে একটা অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন আসায় তিন নম্বর লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। দু’ নম্বর লাইন দিয়ে ডাউন ট্রেনগুলি চলাচল করেছিল। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততার সঙ্গে এই লাইনের কাজ করে আবার সব ট্রেন চলাচল স্বাভাবিক হয়।