
প্রদীপকুমার সিংহ, বারুইপুর: মল্লিকপুর থেকে দুই নাবালিকাকে বাড়ি থেকে কাজ দেওয়ার নাম করে গত ৪ মে নিয়ে যায় একটি ছেলে। তারপর বিহারে নিয়ে গিয়ে তাদের বিক্রি করে দেয় সেই ছেলেটি। তার নাম জানা যায়নি।
ওই নাবালিকার বাড়ির অভিভাবকরা জানতেন না এমন ঘটনা।
সেদিন বাড়ির লোকেরা অনেক খোঁজাখুঁজি করার পর ৫ তারিখে প্রথমে মল্লিকপুর পুলিশ ফাঁড়িতে ও পরে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার এসআই রিজু ও দুই মহিলা কনস্টেবল গত ২৩ মে বিহারে যান।
ছাপরা জেলার মাদুরা থানার কাছে শাহরানপুর এলাকা থেকে পুলিশ উদ্ধার করে ওই দুই নাবালিকাকে ও এক অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে। ধৃত মহিলার বাড়ি টালিগঞ্জ এলাকায়। নাম মাম্পি রায়। মাম্পি বলেন, ছেলেটির সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। সে তার কাছে দুই নাবালিকাকে দিয়ে যায়।
বিহারে নিয়ে গিয়ে ওই দুই নাবালিকাকে বিয়েবাড়িতে নাচের কাজে লাগানো হত।পুলিশ সূত্রের খবর, ধৃত মহিলাকে গ্রেফতার করে শুক্রবার বারুইপুরে ফেরে পুলিশ। ধৃত মাম্পি রায়কে এদিন বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় এবং দুই নাবালিকাকে হোমে পাঠানোর ব্যবস্থা করে।