
স্টাফ রিপোর্টার: ‘দ্য কেরলা স্টোরি’ নিয়ে বিতর্ক দেখেছে বাংলার মানুষ! এমনকি ‘দ্য কাশ্মীর ফাইলস’কে নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। যদিও সিনেমা নিয়ে একের পর এক ঘটনার মধ্যেই ফের একবার বিতর্ক।এবার নজরে ‘দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল’। সম্প্রতি এই ছবির একটি ট্রেলার সামনে এসেছে।
আর তা সামনে আসার পর থেকেই কার্যত হৈচৈ পড়ে গিয়েছে। আর এরপরেই সিনেমার পরিচালককে নোটিশ পাঠাল পুলিশ। আমহার্স্ট স্ট্রিট থানার তরফে এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।ইতিমধ্যে ছবির নির্মাতার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই এই নোটিশ বলে জানা গিয়েছে। সেই মতো থানার অ্যাডিশনাল ইন চার্জের সামনে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। অভিযোগ, সত্য ঘটনার অবিলম্বে এই সিনেমা তৈরি করা হলেও আদৌতে মিথ্যা তথ্য দেখানোর অভিযোগ।এমনকি একটি সম্প্রদায়কে নিয়েও সিনেমাতে মিথ্যা তথ্য তুলে ধরা হয়েছে বলেও অভিযোগ।
এমনকি বাংলার মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করা হয়েছে বলেও অভিযোগ। আর এই সমস্ত বিষয়েই পরিচালককে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। আগামী ৩০ সেপ্টেম্বর দুপুরে তাঁকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।