
সংবাদ সংস্থা: জুন মাস মানেই বর্ষার আগমনের সময়। আর মাত্র ক’টা দিন বাদেই জুন মাস। এই আবহে শুক্রবার মৌসম ভবন বর্ষার প্রবেশের সময় জানিয়ে দিল। দেশের মধ্যে কেরলে প্রথম পা রাখে বর্ষা। কেরলে বর্ষা আসার স্বাভাবিক সময় ১ জুন।
মৌসম ভবন আগেই জানিয়েছিল যে, এ বার দেশে বর্ষা ঢুকতে কিছুটা দেরি হবে। সেই পূর্বাভাসই সত্যি হতে চলেছে। মৌসম ভবন জানিয়েছে, সব ঠিক থাকলে আগামী ৪ জুন কেরলে বর্ষা ঢুকতে পারে।বর্ষার অপেক্ষায় পশ্চিমবঙ্গও। এ রাজ্যে বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ জুন।
তবে চলতি বছরে কবে বাংলায় পা রাখবে বর্ষা, তা এখনও জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। যদিও হাওয়া অফিস সূত্রে খবর, কেরলে বর্ষা দেরি করে এলেই যে বাংলাতেও বিলম্ব হবে, তার কোনও নিশ্চয়তা নেই। কেরলে বর্ষা প্রবেশের পরই এই ব্যাপারে স্পষ্ট হওয়া যাবে।
মৌসম ভবন আরও জানিয়েছে, চলতি বছরে বর্ষা স্বাভাবিক হবে।এবার উত্তর পশ্চিম ভারতে ও মধ্যেভারতে কিছুটা কম বৃষ্টি হতে পারে। তবে উত্তর পূর্ব ভারতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে বলে আশা করা হচ্ছে।