
অমিত মণ্ডল, সাগর: শুক্রবার সাগরে ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে পুকুরের জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম হরিপদ দাস(৫০)। আহতদের নাম অশোক প্রধান ও জ্যোৎস্না প্রধান।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাগরের বঙ্কিমনগরে পানবরজে কাজ করার জন্য বিদ্যুতের তার নিয়ে যাওয়া হয়েছিল বাড়ি থেকে।
প্রবল ঝড়বৃষ্টিতে সেই তার ছিঁড়ে পড়ে পুকুরে। শুক্রবার সকালে জ্যোৎস্না প্রধান পুকুরে নামলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। মাকে বাঁচাতে ছেলে অশোক প্রধানও পুকুরে নামেন। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পুকুরে মা ও ছেলেকে একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে পুকুরে নামেন হরিপদ দাস।
তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসেন সেখানে।বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে তাঁদের উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা হরিপদ দাসকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের সেখানেই চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবে পুলিশ। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।