
স্টাফ রিপোর্টার: কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না সুপ্রিমকোর্ট। কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিমকোর্ট । এর আগে কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা রায় দিয়েছিলেন, কুন্তলের চিঠি মামলায় সিবিআই প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
তিনি সহযোগিতা করবেন, সেটাই কাম্য। এর পাশাপাশি তাঁর পর্যবেক্ষণ ছিল, সিবিআই জিজ্ঞাসাবাদে একাধিকবার স্থগিতাদেশ চেয়ে অভিষেক আদালতের সময় নষ্ট করেছেন,তাই তিনি এবং কুন্তল ঘোষ ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা আর্থিক জরিমানার নির্দেশ দেন। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে গত শনিবার সুপ্রিম কোর্টে যান অভিষেক।
একই দিনে তিনি সিবিআই দপ্তর নিজাম প্যালেসেও হাজিরা দিয়েছিলেন। প্রায় সাড়ে ৯ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করা হয়নি।
শীর্ষ আদালত শুক্রবার এই মামলার জন্য সময় দিয়েছিল।শুক্রবার শীর্ষ আদালত জানিয়ে দেয়, কলকাতা হাই কোর্টের নির্দেশে আপাতত হস্তক্ষেপ করছে না তারা। অর্থাৎ, আপাতত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই কিংবা ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।
তবে হাই কোর্টের নির্দেশমতো ২৫ লক্ষ টাকা জরিমানায় স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ অভিষেককে ২৫ লক্ষ টাকা দিতে হবে না। এই মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই।