খবরজেলা

অবৈধ মাদক ব্যবসা ও অসামাজিক কাজ বন্ধের দাবিতে পদযাত্রা ক্যানিংয়ে

বান্টি মুখার্জি, ক্যানিং: বর্তমানে বিভিন্ন নেশায় আসক্ত যুবসমাজ। ফলে প্রতিনিয়ত বেড়ে চলেছে অসামাজিক কাজকর্ম। সাধারণ মানুষ অতিষ্ঠ। এলাকায় যাতে করে অসামাজিক কাজকর্ম এবং নেশাজাত দ্রব্য বিক্রি বন্ধ হয়, তার জন্য প্রতিবাদে সোচ্চার হলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস।

শুধু সোচ্চার হওয়া নয়, প্রশাসনিক কর্তাদের নিয়ে শুক্রবার এক সচেতনতা পদযাত্রাও করেন ক্যানিং শহরে। পদযাত্রা থেকে বিধায়ক মাইকে অসামাজিক লোকজনকে সতর্ক করেন। তারা যাতে বিপথে চালিত না হয়, সমাজের মূলস্রোতে ফিরে আসে, সেই আবেদন করেন।

এছাড়া অবৈধ মাদক ব্যবসা বন্ধ করতে বলেন। এই ব্যবসা যদি বন্ধ না হয়, আগামী দু’-তিন দিনের মধ্যে পুলিশ প্রশাসন কঠোরতম ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারিও দেন বিধায়ক।হেরিটেজ শহর ক্যানিং। আগামী দিনে যাতে ক্যানিং শহর সুনাম অর্জন করতে পারে, সেই লক্ষ্যে ক্যানিং শহর থেকে মদ, জুয়া,

সাট্টা এবং অসামাজিক কার্যকলাপ পুরোপুরি বন্ধ হয়, সেই লক্ষ্যে এদিন এই সচেতনতার পদযাত্রা সমগ্র ক্যানিং শহর পরিক্রমা করে। পাশাপাশি যানজটমুক্ত এবং ক্যানিং বাজারে স্বচ্ছতা আনতে ব্যবসায়ীদের ও গাড়ি চালকদেরও সতর্ক করেন। ব্যবসায়ীরা যাতে ফুটপাথ দখল করে ব্যবসা না করেন এবং গাড়ি চালকরা তাদের গাড়ি রাস্তার উপর যত্রতত্র না রাখেন, সেবিষয়ে হঁশিয়ারি দেন বিধায়ক পরেশরাম দাস।

এই পদযাত্রায় অংগ্রহণ করেছিলেন ক্যানিংয়ের মহকুমা শাসক প্রতীক সিং, ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ, ক্যানিং ১ ব্লক তৃণমূল যুব সভাপতি অরিত্র বসু, জেলা পরিষদ সদস্য তপন সাহা, ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অনিমা মিস্ত্রি সহ অন্যরা।

Related Articles

Back to top button
error: Content is protected !!