খবরজেলা

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের প্রতিবন্ধী কার্ড দেওয়া হল

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: জয়নগরের প্রায় ৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে সরকারি স্বীকৃতি দেওয়া হল। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতালের পরিচালনায় বিষ্ণুপুরের রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালের উদ্যোগে তাঁদের এই সরকারি স্বীকৃতি অর্থাৎ প্রতিবন্ধী কার্ড দেওয়া হয়।

এঁদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার অন্তর্গত জয়নগর ২ নম্বর ব্লকের ভুবনখালি অঞ্চলের বিভিন্ন গ্রামে। এই বিশেষ চাহিদাসম্পন্ন মানুষেরা আগে বহুবার বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন করেছিলেন এই কার্ডের জন্য। ঘুরে ঘুরে হয়রান হয়েছিলেন। কিন্তু তখন এই কার্ড হয়নি।

ভুবনখালি কৃষিসমাজ সেবা প্রতিবন্ধী সমিতির সম্পাদক ইন্দ্রজিৎ হালদারের অক্লান্ত প্রচেষ্টায় বৃহস্পতিবার এই প্রতিবন্ধী কার্ডগুলো তাঁরা পান। ইন্দ্রজিৎবাবু বলেন, তিনি প্রায় ৫০০ বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে সহযোগিতা করে চলেছেন। তাঁদের কোনও সমস্যা হলে তিনি সহযোগিতা করতে এগিয়ে যান।

এখন যাঁদের এই প্রতিবন্ধী কার্ড হয়েছে, তাঁদের জন্য সরকারি অনুদান পাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করবেন তিনি। তিনি একটি স্কুলের শিক্ষক। কিন্তু অবসর সময় তিনি সমাজের স্বার্থে এই কাজে নিয়োজিত হন।

Related Articles

Back to top button
error: Content is protected !!