খেলা

ফাইনালে রোহিতদে সঙ্গে খেলতেচান না চেন্নাই বোলিং কোচ ব্র্যাভো

সংবাদ সংস্থা : ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে চান না চেন্নাই সুপার কিংসের প্রাক্তন খেলোয়াড় এবং বর্তমান বোলিং কোচ ডোয়েন ব্র্যাভো।একটি সাক্ষাৎকারে ডোয়েন ব্র্যাভো বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে চান যে তাদের ফাইনালে যেন মুম্বইয়ের সঙ্গে খেলতে না হয়।

আসলে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে কোয়ালিফায়ার 2-এ জায়গা করে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। যেখানে তারা গুজরাট টাইটানসের মুখোমুখি হবে আজ।এদিনের বিজয়ী দল রবিবার ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে। তবে ফাইনালের আগে ডোয়েন ব্র্যাভো আশা করছেন যে মুম্বই ইন্ডিয়ান্স ফাইনালে নাও যেতে পারে।

ব্র্যাভো বলেছেন, সত্যি কথা বলতে, আমি সত্যিই চাই না যে মুম্বই ইন্ডিয়ান্স ফাইনালে উঠুক। কারণ আমার বন্ধু পোলার্ড এটি সম্পর্কে জানেন। কারণ আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স মোট চারবার মুখোমুখি হয়েছিল।

এর মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে তিনবার। একবার মাত্র চেন্নাই সুপার কিংস জিতেছিল।তবে কৌতুকটি সরিয়ে, কোয়ালিফায়ার 2-এর জন্য আমি দুই দলকে জন্য শুভকামনা জানাই। আমরা দেখব কে ফাইনালে উঠে।

Related Articles

Back to top button
error: Content is protected !!