খবরজেলা

জীবন্ত চন্দ্রবোড়া সাপ নিয়ে ক্যানিং হাসপাতালে হাজির বৃদ্ধ

বান্টি মুখার্জি, ক্যানিং: বুধবার রাত তখন প্রায় ১০টা। জীবন্ত চন্দ্রবোড়া সাপ নিয়ে হাসপাতালে হাজির হলেন বছর ষাটের এক বৃদ্ধ। হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁদের পরিবার পরিজনেরা এই ঘটনায় ভিড় জমান। তড়িঘড়ি চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। বর্তমানে সাপের কামড়ে জখম বৃদ্ধ ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গিয়েছে, ভাঙড় থানার অন্তর্গত মহেশপুর গ্রামের বাসিন্দা নিমাই মাখাল বুধবার রাতে সবজি ক্ষেতে জল দিতে গিয়েছিলেন। অন্ধকারে মাঠের মধ্যে তাঁর বাম পায়ে চন্দ্রবোড়া সাপ ছোবল মারে। যন্ত্রণায় চিৎকার করতে থাকেন। পরিবারের লোকজন চিৎকার শুনে দৌড়ে আসেন।

তাঁরা বৃদ্ধকে উদ্ধার করে মাঠের মধ্যে আলো জ্বেলে কী সাপে কামড় দিয়েছে খুঁজতে বেরিয়ে পড়েন। কয়েক মিনিটের মধ্যে সাপটিকে ধরেও ফেলেন। আর দেরি না করে তড়িঘড়ি ওই বৃদ্ধকে উদ্ধার করে স্থানীয় কালিকাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে বৃদ্ধকে সাপে কামড়ানো ১০টি এভিএস দেওয়া হয়।

কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।ক্যানিং মহকুমা হাসপাতালের দুই সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডাঃ সমরেন্দ্রনাথ রায় ও ডাঃ প্রোজ্জ্বল সরকার বৃদ্ধের চিকিৎসা শুরু করেন। সেখানেও ১০টি এভিএস দেওয়া হয়।

বৃদ্ধ নিমাই মাখাল বলেন, সাপে কামড় দিয়েছে বুঝতে পেরে চিৎকার করে পরিবারের লোকজনদের ডাকি। তাঁরা সাপ সহ আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। দেরি হলে হয়তো বিপদ হতে পারত।
ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডাঃ সমরেন্দ্রনাথ রায় বলেন, সাপে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসায় চিকিৎসার সুবিধা হয়েছে।

তবে সকলকে অনুরোধ করবে, আপনারা সচেতন হোন। সাপ ধরে আনা কিংবা সাপ মেরে আনা একেবারেই উচিত নয়। কারণ সাপ ধরে আনলে আবারও কামড় দিতে পারে। তারপর সাপ আমাদের পরিবেশবান্ধব। তাকে মারা উচিত নয়। বরং সাপে কামড় দিলে চেনা জরুরি কিংবা হাতের কাছে মোবাইল ফোন থাকলে ছবি তুলে নিন। তাতে করে অনেক সুবিধা হবে বিপদ ছাড়াই।

ক্যানিং মহাকুমা হাসপাতালের অপর আরেক সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডাঃ প্রোজ্জ্বল সরকার জানিয়েছেন, সাপে কামড় দিলে যত দ্রুত সম্ভব নিকটবর্তী সরকারি হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়া জরুরি। কারণ একমাত্র সরকারি হাসপাতালেই সাপে কামড়ানো প্রতিষেধক এভিএস পাওয়া যায়।

এছাড়াও সাধারণ মানুষকে সচেতন হতে হবে। সাপে কামড় দিলে আতঙ্কিত হবেন না। রাতের অন্ধকারে অবশ্যই লাইট জ্বেলে পথ চলুন। মশারি টাঙিয়ে ঘুমান।যতটা সম্ভব বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তবেই সাপের আক্রমণের হাত থেকে আমারা সহজেই রেহাই পাব।

Related Articles

Back to top button
error: Content is protected !!