
স্টাফ রিপোর্টার: শিক্ষার যে সত্যিই কোনও বয়স হয় না, তা প্রমাণ করলেন নদিয়ার শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েতের নৃসিংহপুরের সর্দারপাড়ার বাসিন্দা লতিকা মণ্ডল।ছেলেমেয়েদের পড়ানোর অভ্যাস থেকেই তৈরি হয়েছিল তাঁর নিজের ইচ্ছে।
সেই ইচ্ছে পূরণ করতেই ছেলের সঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসে মিলল সাফল্যও। সকলকে অবাক করে ছেলের থেকে ৪১ নম্বর বেশি পেয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করলেন মহিলা। তাঁর প্রাপ্ত নম্বর ৩২৪। ছেলে সৌরভ মণ্ডলের প্রাপ্ত নম্বর ২৮৩।
ভাল ফলাফলের ব্যাপারে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন লতিকা। হলও তাই। কম নম্বর পেলেও মায়ের সাফল্যে গর্বিত ছেলে। অসীম মণ্ডলের সামান্য উপার্জনেও পড়াশোনা চালিয়ে যাওয়ায় সাধুবাদ জানিয়েছেন প্রতিবেশীরা।