Wednesday, April 24, 2024
spot_img
Homeজেলামাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও উজ্বল নরেন্দ্রপুর, মেধাতালিকায় ৯

মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও উজ্বল নরেন্দ্রপুর, মেধাতালিকায় ৯

বিশ্ব সমাচার ওয়েবডেস্ক: প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের এ বছরের ফলাফল। বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে এই ফল প্রকাশ করেন।

মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও উজ্বল নরেন্দ্রপুর, মেধাতালিকায় ৯

এ বছরে পাশের হার ৮৯.২%। যা গত বছরের তুলনায় কম। এ বছরে মেধা তালিকায় জায়গা পেয়েছে ৮৭ জন। যারমধ্যে মেধা তালিকায় দক্ষিণ ২৪ পরগণায় রয়েছে রয়েছে ১২ জন। এর মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে রয়েছে ৯ জন।

মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও উজ্বল নরেন্দ্রপুর, মেধাতালিকায় ৯

এছাড়া এই স্কুল থেকে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে শুভ্রাংশু সরকার। এছাড়াও এই স্কুল থেকে চতুর্থ হয়েছে নরেন্দ্রনাথ ব্যানার্জি। রবীন্দ্রনাথ পেয়েছে ৪৯৩ (৯৮.৬%)। এই স্কুল থেকে ষষ্ঠ হয়েছে অর্কদীপ ঘোড়া। অর্কদিপ পেয়েছে ৪৯১ (৯৮.২%)। এই একই স্কুল থেকে ৩ জন। তারা হল বিতাম শাসমল, অর্ক ঘোষ, অভিরূপ পাল।

মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও উজ্বল নরেন্দ্রপুর, মেধাতালিকায় ৯

এরা প্রত্যেকে পেয়েছে ৪৯০। এছাড়াও এই স্কুল থেকে অষ্টম হয়েছে সৈয়দ সাকলিন কোবির। সৈয়দ পেয়েছে ৪৮৯। এই একই স্কুল থেকে নবম হয়েছে ২ জন। তারা হল সায়ন সাহা, পার্থপ্রতিম দে।

মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও উজ্বল নরেন্দ্রপুর, মেধাতালিকায় ৯

এরা প্রত্যেকে পেয়েছে ৪৮৮। এই একই স্কুলে মাধ্যমিকের মেধা তালিকায়ও জায়গা করে নিয়েছিল বহু ছাত্র। এবার উচ্চমাধ্যমিকেও মেধা তালিকায় উজ্জ্বল হয়ে উঠল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।

Most Popular