খবরজেলা

মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও উজ্বল নরেন্দ্রপুর, মেধাতালিকায় ৯

বিশ্ব সমাচার ওয়েবডেস্ক: প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের এ বছরের ফলাফল। বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে এই ফল প্রকাশ করেন।

এ বছরে পাশের হার ৮৯.২%। যা গত বছরের তুলনায় কম। এ বছরে মেধা তালিকায় জায়গা পেয়েছে ৮৭ জন। যারমধ্যে মেধা তালিকায় দক্ষিণ ২৪ পরগণায় রয়েছে রয়েছে ১২ জন। এর মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে রয়েছে ৯ জন।

এছাড়া এই স্কুল থেকে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে শুভ্রাংশু সরকার। এছাড়াও এই স্কুল থেকে চতুর্থ হয়েছে নরেন্দ্রনাথ ব্যানার্জি। রবীন্দ্রনাথ পেয়েছে ৪৯৩ (৯৮.৬%)। এই স্কুল থেকে ষষ্ঠ হয়েছে অর্কদীপ ঘোড়া। অর্কদিপ পেয়েছে ৪৯১ (৯৮.২%)। এই একই স্কুল থেকে ৩ জন। তারা হল বিতাম শাসমল, অর্ক ঘোষ, অভিরূপ পাল।

এরা প্রত্যেকে পেয়েছে ৪৯০। এছাড়াও এই স্কুল থেকে অষ্টম হয়েছে সৈয়দ সাকলিন কোবির। সৈয়দ পেয়েছে ৪৮৯। এই একই স্কুল থেকে নবম হয়েছে ২ জন। তারা হল সায়ন সাহা, পার্থপ্রতিম দে।

এরা প্রত্যেকে পেয়েছে ৪৮৮। এই একই স্কুলে মাধ্যমিকের মেধা তালিকায়ও জায়গা করে নিয়েছিল বহু ছাত্র। এবার উচ্চমাধ্যমিকেও মেধা তালিকায় উজ্জ্বল হয়ে উঠল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।

Related Articles

Back to top button
error: Content is protected !!