
স্টাফ রিপোর্টার: সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে ফুটপাতে উঠে এল বাস। যার জেরে গুরুতর আহত তিন মেট্রো কর্মী।ঘটনাটি ঘটেছে, খোদ কলকাতায়।স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ শিয়ালদহ থেকে ঠাকুর পুকুরের দিকে যাচ্ছিল একটি যাত্রী ভরতি বাস। বিবাদী বাগের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে তা ফুটপাতে উঠে যায়।
মহাকরণের কাছে বিবাদী বাগের ওই এলাকায় দীর্ঘদিন ধরেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে। যার জন্য তৈরি হয়েছে অস্থায়ী গুমটিও। যেখানে কর্মীদের প্রয়োজনীয় সরঞ্জাম থাকে। বাসের ধাক্কায় গুঁড়িয়ে যায় সেই গুমটি। বাস হেমন্ত বসু সরণির ফুটপাতে উঠে এসে সেখানে উপস্থিত তিন মেট্রো কর্মীকে ধাক্কা দেয়।
তাতেই গুরুতর আহত হন তাঁরা। আহতদের ইতিমধ্যেই সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও বাসের যাত্রীদের বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর। তবে এহেন ঘটনায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে সাময়িক ধাক্কা লাগে।