
স্টাফ রিপোর্টার: ডাকাতিতে বাধা পেয়েভর সন্ধেবেলা জনবহুল এলাকায় চলল গুলি। সূত্রের খবর, এদিন ভর সন্ধ্যায় ব্যারাকপুর স্টেশন সংলগ্ন ১৪ নম্বর রেলগেটের কাছে একটি সোনার দোকানে হানা দেয় একটি ডাকাত দল। পিস্তল উঁচিয়ে হাতানোর চেষ্টা করে দোকানে থাকা সোনার গয়না।
ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করেন দোকানের মালিক। ছুটে যান তাঁর ছেলেও। তখনই গুলি ছোড়ে ডাকাতরা। তাদের ছোড়া গুলিতেই মৃত্যু হয় দোকানের মালিকের ছেলে নীলাদ্রি শেখর সিংহ। গুলি লাগে তার বাবার পায়েও। আহত হয়েছেন দোকানের আরও এক কর্মচারী।
হামলার খবর পেয়ে এলাকায় পৌঁছয় বারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।তবে ভর সন্ধ্যায় ভরা বাজারে গুলি চলার ঘটনায় তীব্র আতঙ্ক এলাকার বাসিন্দাদের মধ্যে। চাপা উত্তেজনা এলাকার ব্যবসায়িক মহলেও।