খবররাজ্য

চাপে কেষ্ট! মণ্ডল পরিবারের ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত

স্টাফ রিপোর্টার: গরু পাচার মামলায় এবার অনুব্রত মণ্ডল ও তাঁর পরিবারের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাজেয়াপ্ত করা হয়েছে কেষ্ট মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারির সম্পত্তিও। গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে দিল্লির তিহাড় জেলে রয়েছেন অনুব্রত ও তাঁক মেয়ে সুকন্যা।

একই জেলে রয়েছেন মণীশও। তদন্তকারী সংংস্থার দাবি, গত কয়েক বছরে প্রচুর সম্পত্তি করেছেন অনুব্রত। যার অধিকাংশই তাঁর স্ত্রী ও মেয়ের নামে। তাই এবার অনুব্রতর স্ত্রী ও মেয়ের নামে থাকা সম্পত্তিও বাজেয়াপ্ত করল ইডি। জানা গিয়েছে, মোট ১১ কোটি ২৬ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

যার মধ্যে রয়েছে প্রচুর জমি, শিবশম্ভু ও ভোলে ব্যোম রাইস মিলও। এছাড়াও অনুব্রতর একাধিক অস্থাবর সম্পত্তিও অ্যাটাচ করেছে ইডি।ফ্রিজ হয়েছে অনুব্রতর ২৫টি ব্যাংক অ্যাকাউন্টও। এর মধ্যে কয়েকটি ছিল অনুব্রতর নামে, তো কয়েকটা ছিল সুকন্যার নামে।

সেখানেও কয়েক কোটি টাকা রাখা ছিল। তাও ফ্রিজ করা হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, মণীশ কোঠারির ২৫ লক্ষ টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিপূর্বে সিবিআইও অনুব্রতর সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। এবার সেই পথে হাঁটল ইডিও।

Related Articles

Back to top button
error: Content is protected !!