খবরজেলা

ক্যানিং মডার্ন বাস টার্মিনাস দ্রুত চালু করার আশ্বাস মন্ত্রীর

বান্টি মুখার্জি, ক্যানিং: বুধবার দুপুরে ক্যানিং মডার্ন বাস টার্মিনাস পরিদর্শন করলেন রাজ্যের পরিবহন দফতরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ অন্যান্য বিশিষ্টরা।

উল্লেখ্য, সুন্দরবনের প্রাচীন শহর ক্যানিং। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। পাশাপাশি সমানতালে বৃদ্ধি পেয়েছে যানবাহন। প্রতিনিয়ত ক্যানিং বাসস্ট্যান্ডে যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তি পোহাতে হয় নিত্যযাত্রীদের।তা থেকে নিষ্কৃতি দিতে রাজ্য পরিবহণ দফতর ২০১৭ সালে এই বাস টার্মিনাস তৈরির সিদ্ধান্ত নেয়। ২০১৮ সালে প্রায় সাড়ে সাত কোটি টাকা বরাদ্দ হয়।

পিডব্লুডি-র তত্ত্বাবধানে শুরু হয় কাজ। প্রায় পঁচাত্তর শতাংশ কাজ হওয়ার পরে টাকার অভাবে থমকে যায় বাস টার্মিনাসের কাজ।বিধানসভা নির্বাচনের আগেই ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি এক ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যানিংয়ের মডার্ন বাস টার্মিনাসের সূচনা করেন।

সেই সময় মূল মঞ্চে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল মণ্ডল, বাসন্তীর বিধায়ক গোবিন্দচন্দ্র নস্কর, ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি পরেশরাম দাস, ক্যানিংয়ের মহকুমা শাসক রবিপ্রকাশ মিনা, ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার, ক্যানিংয়ের বিডিও শুভঙ্কর দাস সহ অন্যান্য বিশিষ্টরা।

অসমাপ্ত অবস্থায় উদ্বোধন হলেও এই মডার্ন বাস টার্মিনাস থেকে কবে চালু হবে বাস চলাচল? এই প্রশ্নের উত্তরে তৎকালীন ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মণ্ডল বলেছিলেন, বাস টার্মিনাসের উদ্বোধন হলেও এখনও প্রায় ২৫ শতাংশ কাজ বাকি রয়েছে। সাধারণ মানুষের সুবিধার জন্য এই বাস টার্মিনাস তৈরি করা হয়েছে।

এখান থেকে গদখালি, ধামাখালি, চুনাখালি, বাসন্তী, বারুইপুর, কলকাতা, দীঘা এমনকী রাজ্যের অন্যান্য জেলায় বাস চলাচল করবে। উপকৃত হবে লক্ষাধিক মানুষ।দীর্ঘ দু’বছর অতিক্রান্ত হলেও ক্যানিংয়ের মডার্ন বাস টার্মিনাস থেকে আজও বাস চলাচল শুরু হয়নি। পরবর্তী কালে ২৫ শতাংশ কাজের জন্য প্রায় চার কোটি টাকা প্রয়োজন হয়। বরাদ্দ না হওয়ায় থমকে থাকে কাজ।

বুধবার ক্যানিংয়ের এই বাস টার্মিনাস পরিদর্শন করেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই ক্যানিংয়ের মডার্ন বাস টার্মিনাস চালু করা হবে।অন্যদিকে, ক্যানিং পশ্চিমের বর্তমান বিধায়ক পরেশরাম বলেন, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বিষয়টি জানিয়েছিলাম।

পরিবহণমন্ত্রী ও পরিবহণ দফতরের আধিকারিকদের সঙ্গেও কথা বলেছি। ইতিমধ্যেই টাকা বরাদ্দ হয়েছে। আশা করি, দ্রুত বাকি কাজ শুরু হয়ে যাবে।

Related Articles

Back to top button
error: Content is protected !!