
উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় জয়নগরের তারাশলা সাইবেরিয়া সনাতন হাই স্কুল থেকে জায়গা পেয়েছে ১ জন। উচ্চ মাধ্যমিকে দশম স্থানাধিকারী সৌম্যদীপ দত্তের জয়নগরের বাড়িতে।তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৭ অর্থাৎ ৯৭.৪ শতাংশ।সৌম্যদীপ এই ফলাফল প্রকাশ্যে আসার পর কার্যত বাকরুদ্ধ।
তিনি জানান, পরীক্ষার জন্য দিনে ৯ থেকে ১০ ঘন্টা পড়াশোনা করতেন৷ শিক্ষক-শিক্ষিকারা যে ভাবে পড়াশোনা করতে বলতেন, সেই নিয়ম মেনেই চলত তাঁর অধ্যবসায়। মেধাতালিকায় নাম আসুক মনে মনে চাইলেও এতটা ভাল ফলের আশা তিনি করেননি, এমনটাই বক্তব্য সৌম্যদীপের।