খবরজেলা

উচ্চমাধ্যমিকে দশম জয়নগরের সৌম্যদীপ

উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় জয়নগরের তারাশলা সাইবেরিয়া সনাতন হাই স্কুল থেকে জায়গা পেয়েছে ১ জন। উচ্চ মাধ্যমিকে দশম স্থানাধিকারী সৌম্যদীপ দত্তের জয়নগরের বাড়িতে।তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৭ অর্থাৎ ৯৭.৪ শতাংশ।সৌম্যদীপ এই ফলাফল প্রকাশ্যে আসার পর কার্যত বাকরুদ্ধ।

তিনি জানান, পরীক্ষার জন্য দিনে ৯ থেকে ১০ ঘন্টা পড়াশোনা করতেন৷ শিক্ষক-শিক্ষিকারা যে ভাবে পড়াশোনা করতে বলতেন, সেই নিয়ম মেনেই চলত তাঁর অধ্যবসায়। মেধাতালিকায় নাম আসুক মনে মনে চাইলেও এতটা ভাল ফলের আশা তিনি করেননি, এমনটাই বক্তব্য সৌম্যদীপের।

Related Articles

Back to top button
error: Content is protected !!