খবরজেলারাজ্য

উচ্চমাধ্যমিকে দক্ষিণ ২৪ পরগনার জয়জয়কার, মেধা তালিকায় ১২ জন

বিশ্ব সমাচার ওয়েবডেস্ক: প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের এ বছরের ফলাফল। বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে এই ফল প্রকাশ করেন। এ বছরে পাশের হার ৮৯.২%।

যা গত বছরের তুলনায় কম। এ বছরে মেধা তালিকায় জায়গা পেয়েছে ৮৭ জন। যারমধ্যে মেধা তালিকায় দক্ষিণ ২৪ পরগণায় রয়েছে রয়েছে ১২ জন। এর মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে রয়েছে ৯ জন। এছাড়া এই স্কুল থেকে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে শুভ্রাংশু সরকার।

ছাড়াও দক্ষিণ ২৪ পরগনার নামখানার রাজনগর বিশ্বম্ভর হাই স্কুল থেকে মেধা তালিকায় জায়গা পেয়েছে ২ জন। এছাড়াও জয়নগরের তারাশলা সাইবেরিয়া সনাতন হাই স্কুল থেকে মেধাতালিকায় জায়গা পেয়েছে ১ জন।

Related Articles

Back to top button
error: Content is protected !!