
স্টাফ রিপোর্টার: ইউপিএসসি পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন শিলিগুড়ির বাসিন্দা চৈতন্য খেমানি।আগে দু’বার ইউপিএসসি দিয়েছিলেন। কিন্তু সফল হননি। তৃতীয় বারেই তাঁর এই সাফল্য এসেছে। ৭ নম্বর ওয়ার্ডের খালপাড়ার বিদ্যাসাগর রোডের বাসিন্দা চৈতন্যের সর্বভারতীয় র্যাঙ্ক ১৫৮।
মঙ্গলবার ইউপিএসসির ফলাফল প্রকাশের পর আনন্দে আত্মহারা চৈতন্যের পরিবার।চৈতন্য বলছেন এই ফলাফল দীর্ঘদিনের লড়াইয়ের ফল। এর আগে দু’বার ইউপিএসসি পরীক্ষায় বসেছিলেন। কিন্তু পাশ করতে পারেননি। তবে হাল ছাড়েননি।
তিনি বলেন, ‘‘পরিবারের সহযোগিতা পেয়েছি। তাই চেষ্টাও চালিয়ে গিয়েছি।’’ চেষ্টার ফল মিলল। এ বার রাজ্যের মধ্যে প্রথম হলেন তিনি।