
স্টাফ রিপোর্টার: আগামী বছর এগিয়ে আসছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। অন্যান্য বছর মার্চ মাসে শুরু হয় দ্বাদশ শ্রেণির পরীক্ষা। কিন্তু আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হবে পরীক্ষা। বদলে যাচ্ছে পরীক্ষার সময়ও। উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের দিনই আগামী বছর সূচি জানিয়ে দিল সংসদ।
২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যান্যবার পরীক্ষা শুরু হত বেলা ১০টায়। এবার পরীক্ষা শুরুর সময় বদল হচ্ছে। শুরু হবে বেলা ১২টায়। শেষ হবে ৩টে ১৫ মিনিটে।