খবরজেলা

অবৈধ বাজি কারখানায় মদত দিচ্ছে তৃণমূল, অভিযোগ রাহুল সিনহার

বিশ্ব সমাচার, বারুইপুর: বুধবার সন্ধ্যায় বারুইপুর পূর্ব বিজেপির জেলা কার্যালয়ে কেন্দ্রের বিজেপি সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, এনডিএ সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে সরকার যে কর্মসূচি নিয়েছে, সেগুলি আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। তারপরই তিনি রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে অবৈধ বাজি তৈরি হচ্ছে অবাধে। তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ হয়েছে। ভাঙড়ের বাজি বিস্ফোরণ নিয়ে তিনি বলেন, এর পিছনে বড়সড় চক্রের হাত আছে। এসব বন্ধ করতে এ রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যর্থ। এনআইএ-র হাতে তদন্তভার দিক। ৪৮ ঘণ্টার মধ্যে এনআইএ কাজ করবে। মুখ্যমন্ত্রী শুধু মুখেই বলছেন এনআইএ চাই। কাজে চাচ্ছেন না। অবৈধ বাজি কারখানায় মদত দিচ্ছে তৃণমূল।

রাহুল সিনহা আরও বলেন, ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরা সরকার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে ঠিক করেছে। বাংলার বড় মাপের মানুষ সৌরভ গাঙ্গুলি। পশ্চিমবাংলার এই চোরেদের সরকারে থাকবেন না। কলকাতার শরিফ করার জন্য সৌরভ গাঙ্গুলির নাম প্রস্তাবের কথা শোনা যাচ্ছিল।

কিন্তু সৌরভ এই সরকারের কোনও পদ নেবেন না। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রসঙ্গে তিনি বলেন, আচার্যকে উপেক্ষা করে উপাচার্যকে মান্যতা দেওয়ার ফলে রাজ্যপাল বিল আটকে রেখেছেন। ঠিক করেছেন।তৃণমূলের জনজোয়ার কর্মসূচি নিয়ে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পঞ্চায়েতে ভোটের মাধ্যমে প্রার্থী ঠিক করা হবে।

আজ পর্যন্ত একটা সভা থেকেও পঞ্চায়েতের প্রার্থী ঠিক করতে পারলেন না। ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে কর্মসূচি বানচাল হয়ে গিয়েছে।অভিষেক এখন মনে করছেন কী করে এই কর্মসূচি থেকে রেহাই পাবেন। তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন।

Related Articles

Back to top button
error: Content is protected !!