Saturday, April 20, 2024
spot_img
Homeজেলাসরিষায় কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে শিক্ষকরা

সরিষায় কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে শিক্ষকরা

হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার: কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে মঙ্গলবার সকাল ৯টা থেকে ডায়মন্ড হারবার ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সরিষা ২৪৬ মোড়ে রবীন্দ্রনাথ ও কাজি নজরুল ইসলাম মূর্তির কাছে অবস্থান বিক্ষোভে বসেন দক্ষিণ ২৪ পরগনা জেলা শিক্ষক তৃণমূল কংগ্রেস সমর্থক প্রাথমিক ও হাই স্কুলের শিক্ষকরা।

সরিষায় কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে শিক্ষকরা

রাজ্য সরকারের বিভিন্ন বঞ্চনার অভিযোগে এবং নিজেদের প্রাপ্য ডিএ পাওয়ার দাবিতে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে প্রায় ৮০০ দিন ধর্নায় বসে আছেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা এবং শিক্ষকরা। ঠিক তখন রাজ্য সরকারের সমর্থনে এবং

সরিষায় কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে শিক্ষকরা

রাজ্য সরকারের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা শিক্ষক তৃণমূল কংগ্রেস সংগঠনের বিভিন্ন প্রাইমারি ও হাই স্কুলের শিক্ষকদের নিয়ে অবস্থান বিক্ষোভে বসে ডায়মন্ড হারবার ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস।

সরিষায় কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে শিক্ষকরা

ডায়মন্ড হারবার ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন জানান, রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের বেশ কয়েকটি প্রকল্প আজ যখন বিশ্বের সেরা, তখন কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে।

সরিষায় কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে শিক্ষকরা

তার প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ। এই অবস্থান বিক্ষোভে শামিল হয়েছেন জেলার শিক্ষক, শিক্ষিকারাও। এর জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান অরুময়বাবু।সরিষা ২৪৬ মোড়ে অবস্থান বিক্ষোভে যোগ দিতে এসে এক শিক্ষক ক্ষোভ উগরে দেন, সকল শিক্ষক দীর্ঘদিন ধরে কলকাতায় ডিএ-র দাবিতে অবস্থান বিক্ষোভে বসে আছেন। ডিএ আমাদের প্রাপ্য।

সরিষায় কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে শিক্ষকরা

তাই বলে এই নয় যে ছাত্রদের ভবিষ্যৎ ক্ষতি করে দিনের পর দিন অবস্থান বিক্ষোভে বসে থাকি। ওঁদের আসল উদ্দ্যেশ্য হল কর্মনাশা এবং রাজ্য সরকারকে বদনাম করা।এদিন অবস্থান বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার, সরিষা পঞ্চায়েত অবজারভার সামিম আহমেদ সহ অন্যান্য নেতৃত্ব।

Most Popular