কলকাতাখবররাজ্য

রাস্তায় ৮০০ দিন, মুখে কালি মেখে প্রতিবাদে চাকরিপ্রার্থীরা

স্টাফ রিপোর্টার: প্রতিবাদ করতে গিয়ে রাস্তায় টানা ৮০০ দিন ধরে রাস্তায় যোগ্য চাকরিপ্রার্থীরা। তবু থামা নেই। লড়াই জারি আছে। কারণ, এখনও তাঁদের দাবি পূরণ হয়নি।মঙ্গলবার আন্দোলনের ৮০০তম দিনে মুখে কালি লাগিয়ে, মুখ্যমন্ত্রীর উদ্দেশ রক্ত দিয়ে চিঠি লিখে চাকরি চাইলেন শিক্ষক চাকরি প্রার্থীরা।

মঙ্গলবার কালীঘাটে পুজো দেন সেই ২০১৬ সালের এসএলএসটির চাকরিপ্রার্থীরা। আশা একটাই, এবার হয়তো ঠাকুর মুখ তুলে চাইবেন। পুজো দিয়ে ফিরে ফের গান্ধীমূর্তির পাদদেশে ‘অন্ন চাই’. ‘চাকরি চাই’ পোস্টার নিয়ে ধরনায় বসেন তাঁরা। হাতে ধরা ব্যানারে আটকানো ছিল রুটি।

ছেলেরা পরেছিলেন স্যান্ডো গেঞ্জি ও মেয়েরা কালো শালোয়ার বা শাড়ি। তাঁদের দাবি একটাই, ৮০০ দিন আতিক্রান্ত। এবার অন্তত মুখ্যমন্ত্রী তাঁদের নিয়োগের কথা ভেবে দেখুন।এক আন্দোলনকারী বলেন,’আমরা যোগ্য চাকরিপ্রার্থী। আমরা পরীক্ষা দিয়ে পাশ করেছি, কিন্তু দুর্নীতির কারণে আমাদের নিয়োগ হয়নি।

এখন আমরা আইনের যাতাকলে পড়েছি। দ্রুত যাতে নিয়োগ হয়, সেই আশায় আমরা কালীঘাটি পুজো দিয়েছি। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আবেদন অবিলম্বে যোগ্য ও বঞ্চিত চাকরিপ্রার্থীদের দ্রুততার সঙ্গে তাদের জায়গা ফিরিয়ে দেওয়া হোক।’ যত দিন না তাঁদের দাবি পূরণ হচ্ছে এই ভাবেই আন্দোলন চালিয়ে যাবেন।

Related Articles

Back to top button
error: Content is protected !!