খবররাজ্য

মৃত্যু এসএসকেএ ফেরত যুবকের, ভারাক্রান্ত মদন

স্টাফ রিপোর্টার: যাঁঁকে এসএসকেএমে ভর্তি করা নিয়ে কার্যত বিদ্রোহ করে বসেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হল দুর্ঘটনায় গুরুতর আহত সেই যুবক শুভদীপ পালের (২৪)৷মঙ্গলবার দুপুরেই মৃত্যু হয় পেশায় ল্যাব টেকনিশায়ন শুভদীপের৷গত শুক্রবার রাতে এই যুবককে মল্লিকবাজারের একটি বেসরকারি হাসপাতাল থেেক নিয়ে এসএসকেএম-এর ট্রমা কেয়ার সেন্টারে ভর্তির চেষ্টা করে তাঁঁর পরিবার৷

কিন্তু ভেন্টিলেটর সহ বেড ফাঁকা না থাকায় শুভদীপকে ভর্তি নেওয়া সম্ভব নয় বলে দাবি করে এসএসকেএম কর্তৃপক্ষ৷যুবকের পরিবারের আবেদন শুনে গভীর রাতেও হাসপাতালে পৌঁছন মদন নিজে৷ কিন্তু তাঁর হস্তক্ষেপেও শুভদীপকে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়নি৷ এর পরেই ক্ষোভে ফেটে পড়েন কামারহাটির তৃণমূল বিধায়ক৷ হাসপাতালে দালালরাজ চলছে বলে অভিযোগ তোলেন তিনি৷

রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাসকে ফোন করেও শুভদীপকে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়নি বলে জানান মদন৷ ক্ষুব্ধ মদন এসএসকেএম বয়কটের ডাক দেন৷মদনের এই মন্তব্যে অস্বস্তিতে পড়ে রাজ্য সরকার ও শাসক দল৷ এই বিতর্কে অবশ্য মদনের পাশে দাঁঁড়ায়নি সরকার৷ বরং এসএসকেএম কর্তৃপক্ষ মদনের যাবতীয় অভিযোগ খণ্ডন করে রোগীর পরিবারের বিরুদ্ধেই দুুর্ব্যবহারের অভিযোগ তোলেন৷

মদনের থামেও থানায় অভিযোগ দায়ের করে এসএসকেএম কর্তৃপক্ষ৷ গোটা বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এসএসকেএম ভর্তি না নেওয়ায় আহত শুভদীপকে মল্লিকবাজারের ওই বেসরকারি হাসপাতালেই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়৷ এর পর যুবকের পরিবারের আবেদন শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবককের যথাযথ চিকিৎসার নির্দেশ দেন৷

তার পরে যুবককে কলকাতা মেডিক্যাল কলেজের আইসিইউ-তে ভর্তি করা হয়৷ তবে তাঁর অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক ছিল৷ হাসপাতাল সূত্রে খবর, যুবকের শরীরের ডান দিকের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গুরুতর আঘাত লাগে৷ চোখ, মাথা, ফুসফুস, পায়ে আঘাত ছিল মারাত্মক৷ তাই সবরকম চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত যুবককে বাঁচাতে ব্যর্থ হন চিকিৎসকরা৷ এ দিন দুপুরেই মৃত্যু হয় তাঁর৷দুর্ঘটনাগ্রস্ত যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ মদন মিত্র।

Related Articles

Back to top button
error: Content is protected !!