
স্টাফ রিপোর্টার: জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার এই ছুটি দেওয়ার কথা জানাল নবান্ন।মঙ্গলবার এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ দফতর। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জামাইষষ্ঠী উপলক্ষ্যে রাজ্যের সব সরকারি দফতরে অর্ধদিবস ছুটি থাকবে।
এমনকী রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ছুটি থাকবে আগামী বৃহস্পতিবার। রাজ্য সরকারের সমস্ত দফতর এবং অধীনস্থ সংস্থাগুলিতেই ছুটি থাকবে জামাইষষ্ঠীতে।সুতরাং আগামী ২৫ মে, বৃহস্পতিবার জামাইষষ্ঠী উপলক্ষ্যে দুপুর ২টোর পর ছুটি থাকবে সরকারি দফতরগুলি।