Saturday, April 20, 2024
spot_img
Homeরাজ্যইডি-সিবিআই ধরবে না, বিজেপির সঙ্গে চুক্তি শুভেন্দুর! বিস্ফোরক জয়প্রকাশ

ইডি-সিবিআই ধরবে না, বিজেপির সঙ্গে চুক্তি শুভেন্দুর! বিস্ফোরক জয়প্রকাশ

স্টাফ রিপোর্টার: তদন্ত ও জেলযাত্রার হাত থেকে বাঁচতেই বিজেপিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী।এই প্রশ্ন শোনা গিয়েছে তৃণমূল নেতৃত্বের গলায়। এবার এই নিয়ে বিস্ফোরক তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশের দাবি, বিজেপির উদ্দেশ্যই ছিল তৃণমূলকে ভেঙে ফেলা। এই কাজে তাঁরা ব্যবহার করেছিল মুকুল রায়কে।

ইডি-সিবিআই ধরবে না, বিজেপির সঙ্গে চুক্তি শুভেন্দুর! বিস্ফোরক জয়প্রকাশ

দীর্ঘ আলোচনার পর ২০২০ সালের ৫ নভেম্বর কলকাতার একটি পাঁচতারা হোটেলে অমিত শাহের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। ছিলেন মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার নিজে, অরবিন্দ মেনন-সহ অন্যান্যরা। তার আগে দলবদল নিয়ে একাধিকবার আলোচনা হলেও ওইদিনই দলবদল চূড়ান্ত হয়।

ইডি-সিবিআই ধরবে না, বিজেপির সঙ্গে চুক্তি শুভেন্দুর! বিস্ফোরক জয়প্রকাশ

জয়প্রকাশের দাবি, শুভেন্দু অধিকারী বারবার প্রশ্ন করেছিলেন, “আমার ব্যাপারটা ঠিক হয়ে গিয়েছে তো?” কৈলাস বিজয়বর্গীয় আশ্বস্ত করে বলেছিলেন, “অমিতজি আছেন তো। কোনও চিন্তা নেই।” জয়প্রকাশের দাবি, শুভেন্দু জেল যাত্রা আটকানোর জন্য যে কোনও পদক্ষেপ করতে প্রস্তুত ছিলেন। আর সেই শর্তেই বিজেপিতে যোগ। তৃণমূল নেতার দাবি, ৫ নভেম্বর কলকাতার হোটেলে চুক্তিপত্রে সই হয়।

ইডি-সিবিআই ধরবে না, বিজেপির সঙ্গে চুক্তি শুভেন্দুর! বিস্ফোরক জয়প্রকাশ

ওইদিন ঠিক হয়ে যায়, ইডি-সিবিআই কেউ শুভেন্দুর কিছু করবে না। এরপর ২৭ নভেম্বর মন্ত্রিত্ব ছাড়েন শুভেন্দু। ১৬ ডিসেম্বর ইস্তফা দেন বিধায়ক পদ থেকে। ১৯ ডিসেম্বর যোগ দেন বিজেপিতে। জয়প্রকাশের কথায়, “ঘটনা চক্রে আমার সৌভাগ্য হয়েছিল গোটা বিষয়টা সামনে থেকে দেখার। সেই কারণে আজ সবটা প্রকাশ্যে আনতে পারলাম।”

Most Popular