স্টাফ রিপোর্টার: বিজেপিকে বাঁশপেটার দাওয়াই দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। বসিরহাটে নবজোয়ারের প্রস্তুতি সভায় তিনি বলেন, “পঞ্চায়েত ভোটের আগে কেউ যদি আপনাদের মাথা ঘোরানোর চেষ্টা করে তাহলে বাঁশ,কঞ্চি যা পাবেন, তাই নিয়ে দৌড় করাবেন।”
তাঁর দাবি, ”মানুষের কাজ যাতে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় না করতে পারেন, তার জন্য ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। আমরা দিল্লি গিয়ে বাংলার মানুষের জন্য কিছু চাইলে দেয় না। বাংলার মানুষের জন্য কি করেছো তোমার? কিছুই করোনি।
তাহলে কেন বাংলার মানুষ ভোট দেবে?” বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও নিশানা করতে ছাড়েননি সাংসদ। নুসরতের দাবি, “মানুষের মধ্যে থাকলেই মানুষের মন জয় করা যায়। কেউ দিল্লি থেকে বা বহরমপুর থেকে উড়ে আসবে আর বড় বড় ভাষণ দেবে, আর মানুষের মন জয় করে নিয়ে চলে যাবে, সেটা হবে না।
১৯-এর ভোট আমি দেখেছি, তারপর দিল্লি গিয়েছি। ২১-এর ভোটের আগে বলেছিল ‘ইস বার দোসো পার’। ওই দু’শোর নাইয়াটা অনেকক্ষণ ধরে টেনেছে। কিন্তু পার আর করতে পারেনি। মাঝসমুদ্রে ডুবে গিয়েছে।”